অস্ট্রিয়ার Salzburg রাজ্যে ভারতীয় মিউট্যান্ট ভাইরাসের উপস্থিতি
একজন ভারতীয় মহিলা ছুটি কাটিয়ে ফিরে আসলে তার শরীরে B.1.617 ভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য সালজবুর্গে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার শরীরে বর্তমানে ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়া মিউট্যান্ট ভাইরাস B.1.617 থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পত্রিকাটি জানায়, সালজবুর্গ রাজ্য প্রশাসনের মুখপাত্র Franz…