অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড রাজ্যও তাদের লকডাউন ১১ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে
ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয় ফেডারাল চ্যান্সেলারির একটি সূত্র অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় দশ লক্ষ রাশিয়ান “স্পুটনিক ভি” ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য রাশিয়ার সাথে একটি নিবিড় চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন হয় নি।
অস্ট্রিয়ার বহুল প্রচারিত দৈনিক অনলাইন পত্রিকা “অস্ট্রিয়া” জানিয়েছেন,রাশিয়া অস্ট্রিয়ায় এক মিলিয়ন স্পুটনিক-ভি ভ্যাকসিন ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছেন।
এটি ছিল অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর(প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জের অস্ট্রিয়ার জন্য করোনার ভ্যাকসিন সংগ্রহ নিশ্চিত করার একটি অন্যতম প্রচেষ্টার অংশ।সেবাস্তিয়ান কুর্জ অস্ট্রিয়াকে এক মিলিয়ন বা দশ লাখ করোনার ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য গত ২৬ শে ফেব্রুয়ারী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন। এখন মস্কো তার সেই অনুরোধে সাড়া দিয়েছে।
এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়া নিজের দেশে রাশিয়ার তৈরী স্পুটনিক ভি ভ্যাকসিন প্রস্তুত করতে আগ্রহ প্রকাশ করে রাশিয়ার সাথে কয়েকদফা বৈঠকও করেছে। অস্ট্রিয়ার সরকারের শীর্ষ প্রতিনিধি মস্কোও সফর করেছেন। তবে সমস্যা হ’ল এই রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিনকে ইইউ এখনও অনুমোদন দেয় নি। অস্ট্রিয়া আশা করছে ইইউ অনুমোদন দিলে আগামী জুলাই মাস থেকে সে নিজ দেশেই এই রাশিয়ান ভ্যাকসিন উৎপাদন শুরু করবে। তবে নিজ দেশে ইইউর অনুমোদন ছাড়াই অস্ট্রিয়া তার নাগরিকদের এই ভ্যাকসিন প্রদান করতে পারবে।
রাশিয়া অস্ট্রিয়াকে জানিয়েছে যে,সে এপ্রিল মাসে অস্ট্রিয়াকে স্পুটনিক ভি ভ্যাকসিনের ৩ লাখ ডোজ, মে মাসে ৫ লাখ ডোজ এবং জুন মাসে ২ লাখ ডোজ সরবরাহ করতে পারবে। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার (গ্রিনস) মঙ্গলবার বলেছেন যে, আরও পরীক্ষিত ভ্যাকসিনগুলিতে আরও অ্যাক্সেস পাওয়ার জন্য “বর্তমানে সমস্ত বিকল্প” পরীক্ষা করা হচ্ছে যাতে আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব বিস্তীর্ণ জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করতে পারা যায়।
“একটি বিষয় স্পষ্ট: অস্ট্রিয়ায় ব্যবহৃত প্রতিটি ভ্যাকসিন অবশ্যই কার্যকর এবং নিরাপদ হতে হবে।”স্পুটনিক ভি এখনও ইউরোপীয় ইউনিয়নে অনুমোদিত হয়নি। তবে ইইউ মেডিসিন এজেন্সি (ইএমএ) অনুমোদনের জন্য তথাকথিত রোলিং পদ্ধতি শুরু করেছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ সংস্থা।
অন্যদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর উদ্ধৃতি দিয়ে ভিয়েনা থেকে প্রকাশিত জনপ্রিয় আরেকটি অনলাইন পত্রিকা “ভিয়েনা” জানিয়েছেন যে,মঙ্গলবার ভিয়েনায় ফেডারেল চ্যান্সেলারি সূত্র থেকে জানা গেছে, রাশিয়ার সাথে অস্ট্রিয়ার নথি বিনিময় সম্পর্কিত একটি গোপনীয়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষেরও নথিতে অ্যাক্সেস থাকবে। যাতে বলা হয়েছে,এপ্রিল মাসে অস্ট্রিয়ায় আসছে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম চালান ৩ লাখ ডোজ,মে মাসে ৫ লাখ ডোজ এবং জুন মাসে বাকী ৩ লাখ ডোজ।
সূত্রটি আরও জানায়, রাশিয়া থেকে ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে রাশিয়ার আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) সাথে অস্ট্রিয়ার পক্ষ থেকে যোগাযোগ ও অলাপ-আলোচনা করা হয়েছে। গত ৫ ই মার্চ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ রাশিয়ান আরডিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভের সাথে কথা বলেছেন। এর পর থেকে আরডিআইএফ এবং অস্ট্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি লুইবিনস্কির সাথে স্বাস্থ্য মন্ত্রনালয় এবং আর্থিক প্রক্টরেটোর জড়িত থাকার সাথে একাধিক ভিডিও কনফারেন্স এবং ফোনের মাধ্যমে কথাবার্তা হয়েছে।
তবে আরেকটি সূত্র জানিয়েছেন যে,চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ সর্বদা বলে এসেছিলেন যে অস্ট্রিয়ায় রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি গ্রহণের পূর্বশর্ত হল ছিল ইইউ কর্তৃক ভ্যাকসিনটির অনুমোদন। মঙ্গলবার এক বিবৃতিতে চ্যান্সেলর জোর দিয়েছেন যে, ভ্যাকসিনের সাথে “কোনও আঞ্চলিক ভূ রাজনীতির দূরতম কোন সম্পর্ক নাই”। “ভ্যাকসিনটি কার্যকর এবং নিরাপদ কিনা তা যেখান থেকেই আসুক না কেন,আমরা শুধুমাত্র তাই দেখব।
সেবাস্তিয়ান কুর্জ আরও জানান,গত ফেব্রুয়ারীর পর থেকে রাশিয়ার সাথে আমাদের একটি ভাল সুসম্পর্ক তৈরী হয়েছে, যার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন,যদি আমরা অতিরিক্ত এই এক মিলিয়ন স্পুটনিক ভি ভ্যাকসিন ডোজ পাই,তাহলে আমাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে এবং আমরা অনেক জীবন ও কর্ম সংস্থান বাঁচাতে পারি।
মঙ্গলবার সন্ধ্যায়, অস্ট্রিয়ার জাতীয় টিকাদান কমিটির প্রধান উরসুলা উইডারম্যান-শ্মিট নীতিগতভাবে স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণকে প্রত্যাখ্যান করেন নি।তবে তিনি ইইউ ও অস্ট্রিয়ান সরকারের অনুমোদনের বিষয়ে সংশয়ী ছিলেন। ইউরোপীয় স্তরে বর্তমান সমস্যা হ’ল ভ্যাকসিন নির্মাতারা দৃশ্যত পর্যাপ্ত তথ্য সরবরাহ করেন নি। তারপরে এই প্রশ্নটি ছিল যে এই তথ্যটি EMA এর চেয়ে জাতীয়ভাবে দ্রুত অর্জন করা যায়, যা স্পুটনিক নিরাপদ এবং যথাযথভাবে কার্যকর কিনা তা প্রমাণ করে।
এদিকে অস্ট্রিয়ান চিকিৎসক সমিতির প্রধান প্রফেসর ডা.থমাস সিজেকেরেস অস্ট্রিয়ায় স্পুটনিক ভি ভ্যাকসিনকে স্বাগত জানিয়েছেন। তিনি অনলাইন পত্রিকা অস্ট্রিয়ার সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের প্রতিবেশী হাঙ্গেরি এবং সার্বিয়া এই স্পুটনিক ভি ভ্যাকসিন প্রদান করে করোনার বিরুদ্ধে বিরাট সাফল্য অর্জন করেছে।
এদিকে অস্ট্রিয়ার সংসদের বিরোধীদল এফপিও প্রধান নরবার্ট হোফার সরকারের সমালোচনা করে বলেন যে,তিনি ফেব্রুয়ারীর শুরুতেই তিনি সরকারকে রাশিয়ান ভ্যাকসিন কেনার জন্য অনুরোধ করেছিলেন কিন্ত সরকার তখন তেমন কোন গুরুত্ব দেয় নি। তিনি আরও জানান,বর্তমানে বিশ্বের প্রায় ৫৭ টি দেশে এই রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যবহার করে করোনার বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্য অর্জন কর।
তিনি স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবারের সমালোচনা করে বলেন, তখন যদি তিনি ইইউর দিকে তাকিয়ে না থেকে আরেকটু সচেতন হতেন,তাহলে এখন আর আমাদের লকডাউনে যেতে হত না।
ইউরোপীয় ইউনিয়ন কমিশন ভিয়েনা এবং মস্কোর মধ্যে স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে আলোচনার বিষয়ে সতর্ক ছিল। মঙ্গলবার ব্রাসেলসের এক মুখপাত্র জানিয়েছেন, এই ভ্যাকসিনটি ইইউ কমিশন দ্বারা আলোচিত পোর্টফোলিওর অংশ নয়। ইইউ কর্তৃপক্ষ শুধুমাত্র বিওনটেক / ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মোদারনা এবং জনসন অ্যান্ড জনসনের ওষুধ সংস্থাগুলির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
ইইউ মুখপাত্র আরও বলেন,”ইইউর প্রধান কাজ হ’ল ইইউর মধ্যে যে সমস্ত ভ্যাকসিন প্রয়োগ করা হবে তা যেন ইইউর ইউরোপীয় মেডিসিন এজেন্সি কর্তৃক সুরক্ষা, গুণমান এবং কার্যকারিতা পরীক্ষা করে অনুমোদন দেওয়া। কোন সদস্য দেশ যদি ইইউর অনুমোদন ব্যতীত কোন ভ্যাকসিন গ্রহণের পর কোন সমস্যায় পড়ে,তার দায়ভার ইইউ নিবে না।
বুধবার সন্ধ্যায় অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য NÖ ও বুর্গেনল্যান্ডও রাজধানী ভিয়েনার সাথে একাত্মতা ঘোষণা করে তাদের লকডাউনও ১১ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দিয়েছে।
অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে(ÖBB)আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী মে মাস থেকে সে তার সকল স্টাফদের করোনার ভ্যাকসিন নিজস্ব প্রতিষ্ঠানে প্রদান করবে। ÖBB এর প্রেসের মুখপাত্র জানান,এই ব্যাপারে তারা দীর্ঘদিন যাবৎ সরকারের সাথে দেন দরবার করে সফল হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, অস্ট্রিয়ায় এই পর্যন্ত ১৬ লক্ষ ১১ হাজার ৪৫৫ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এই প্রদানকৃত ভ্যাকসিন ডোজের মধ্যে ছিল ফাইজার,অ্যাস্ট্রাজেনেকা ও মোডার্রণার ভ্যাকসিন।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৬৮৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৯৬৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮২৯ জন,OÖ রাজ্যে ৫৫১ জন,Steiermark রাজ্যে ৪১৫ জন,Tirol রাজ্যে ২৮৫ জন, Salzburg রাজ্যে ১৯৩ জন,Kärnten রাজ্যে ২০২ জন,Burgenland রাজ্যে ১৭৩ জন এবং Vorarlberg রাজ্যে ৭১ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৪৬,২২৯ এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,৩৩৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,০১,১১৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৭৭৪ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৫৪০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩২৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস