ভোলা প্রতিনিধি: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধিতে ভোলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত জন সচেতনতা সৃষ্টির পাশাপাশি ৩১ জন ব্যক্তিকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।এছাড়াও ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জন সাধারণের মাঝে প্রায় ৪শ মাস্ক বিতরণ করেন।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার নাবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মাস্ক বিহীন জন সাধারনকে জরিমানা আদায় করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জন সাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: রিদুয়ানুল ইসলাম ও সহকারী কমিশনার ইউসুফ হাসান নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত আজ বেলা ১১ টা থেকে শহরের কালিনাথ রায়ের বাজার থেকে শুরু করে সদর রোড এবং যুগীরঘোল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত ৩১ জনকে ১ হাজার টাকা থেকে সর্বনিম্ন ১ শ টাকা পর্যন্ত জরিমানা করেন।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস