হবিগঞ্জ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান। অভিযানকালে ৩০ পুরিয়া গাঁজা সহ মোঃ মামুন (৪৮), পিতা ধনাই মিয়া, সাং শরীফনগর, আজমিরীগঞ্জ পৌরসভা, তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মামুন (৪৮), পিতা ধনাই মিয়া, সাং শরীফনগর,আজমিরীগঞ্জ পৌরসভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ৩০ পুড়িয়া গাজা সকলের সম্মুখে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে এসআই নিজামের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী অফিসার বলেন,মাদকের ভয়াল থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস