হবিগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে আজকের রাতটি অতিবাহিত করবেন।
শায়েস্তাগঞ্জে বেশিরভাগ মসজিদে এশার জামায়াত ৯টায় অনুষ্ঠিত হয়েছে, আবার কোথাও কোথাও অনুষ্ঠিত হয়েছে সাড়ে আটটায়। এশার জামায়াতের পরপরই পবিত্র এ রাত উপলক্ষ্যে নফল নামাজ আদায় করেন মুসল্লীরা।
মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া করা হবে।
শায়েস্তাগঞ্জে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সোমবার রাতে ইবাদত-বন্দেগীতে সময় কাটাবেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা নফল রোজাও পালন করেছেন।
বাসাবাড়ি ছাড়াও মসজিদে-মসজিদে সারা রাত চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগী ও মোনাজাত। রাতব্যাপী ইবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানরা মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করবেন।
মহিমান্বিত এ রজনী উপলক্ষে শায়েস্তাগঞ্জে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ্, না’ত, নফল ও তাহাজ্জুদের নামাজ আদায় এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শবে বরাত উদযাপিত হবে।
তবে, শবে বরাত উপলক্ষে শায়েস্তাগঞ্জে কোথাও আতশবাজি ফোটাতে দেখা যায়নি, শান্তিপূর্ণভাবেই স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে শবে বরাত।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস