হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মহাসড়কের স্থাপিত তিন অভিযাত রেস্টুরেন্ট কে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বিকেলে হবিগঞ্জ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা’র নেতৃত্বে অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ ৪৫ টাকা জরিমানা করা হয়।
অভিযানে হাইওয়ে ইন হোটেলকে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পানি ও ড্রিংসের মূল্য নির্ধারিত মূল্যর চেয়ে বেশি রাখার জন্য ৫০ হাজার,পানসী রেস্টুরেন্টকে পানি ও ড্রিংসের মূল্য নির্ধারিত মূল্যর চেয়ে বেশি রাখা ও ফ্রিজে কাচা বাসি খাবার সংরক্ষণ করার জন্য ৪০ হাজার ও পানি ও ড্রিংসের মূল্য নির্ধারিত মূল্যর চেয়ে বেশি রাখার জন্য আল আমিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৩৫ হাজার ও আল- আমিন পান বিতানকে ২০ হাজার জরিমানা করা হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস