বাংলাদেশের সূবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে “ প্রত্যাশা এবং প্রাপ্তি” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২৮ মার্চ রবিবার স্থানীয় সময় বিকেল ৩ টায় সংগঠনের সভাপতি শাহীন খলিল কাউসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড খোন্দকারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামিম আহসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এটিএন বাংলার যুগ্ম বার্তা সম্পাদক নিয়াজ জামান সজিব।

প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মো: শামিম আহসান বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মের শতবছরের এই মাহেন্দ্রক্ষণে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হতে পেরেছি। যারা বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বা ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল তাদের মিথ্যে প্রমাণ করে বাংলাদেশ এখন বিশ্বে শুধু অর্থনৈতিক উন্নয়নের রোল মডেলই নয়, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ণে আমরা বহু দেশকে পিছনে ফেলে অনেকদূর এগিয়ে গেছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এই অর্জন অনেক আনন্দের, গৌরবের।

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ এই উন্নয়নের অংশীদার,আপনারা প্রবাসে যে দেশেই থাকুন না কেন, সে দেশের রাজনৈতিক নেত্রীবৃন্দের সাথে এবং জনগনের সাথে ভাল সম্পর্ক গড়ে দেশের ইতিবাচক দিকগুলি তুলে ধরুন,তাতে বহিবিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে আনবে ।

বক্তারা প্রবাসে সাংবাদিকদের ভূমিকা এবং সংবাদ পরিবেশের জন্য গঠনমূলক ও দিকনির্দেশনা মূলক বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রবাস থেকে দেশের উন্নয়ন ও দেশ গঠনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা তুলে ধরেন।

বক্তারা এসময় মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট এবং দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা ও হানাদার বাহিনীর বর্বরতার কথা স্মরণ করেন। বিগত ৫০ বছরে দেশের উন্নয়ন এবং অর্জনের ইতিহাস তুলে ধরেন।

এ সময়ে আরো বক্তব্য রাখেন ইতালি আ’লীগের সভাপতি ইদ্রিস ফরাজি,জার্মান আ’লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু,পর্তুগাল আ’লীগের সভাপতি জহিরুল আলম জসিম,নেদারল্যান্ড আ’লীগের সভাপতি শাহাদত হোসেন তপন,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,আয়ারল্যান্ড আ’লীগের আহবায়ক বেলাল হোসেন, ইতালি আ’লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল,ফিনল্যান্ড আ’লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম,সুইজারল্যান্ড আ’লীগের সাধারন সম্পাদক শ্যামল খান,নেদারল্যান্ড আ’লীগের সাধারন সম্পাদক মুরাদ খান,পর্তুগাল আ’লীগের সাধারন সম্পাদক শওকত ওসমান,ইতালি আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আতিয়ার রসুল কিটন,নরওয়ে আ’লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান,গ্রিস আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর,জার্মান আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জি : হাবিবুর রহমান,দেশ প্রিয় নিউজের সম্পাদক সোহেল মজুমদার শিপন,সিসিএল এর চেয়ারম্যান মোক্তার হোসেন মার্ক,সিএমএম টিভির চেয়ারম্যান হাসিনা আক্তার,অষ্টিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান,গ্রিস বাংলা প্রেস  ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম,লোম্বারদিয়া আ’লীগের প্রচার সম্পাদক মামুন হাওলাদার প্রমূখ।

উপস্থিত ছিলেন,বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহম্মেদ শিপু,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দীন শামিম,বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আল আমিন,সহ সভাপতি মহিউদ্দীন আহম্মেদ,সহ সাধারন সম্পাদক মো: সোহেল মিয়াজী,আল আমিন হোসেন,ইমরান খান,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন স্বপন,কোষাধক্ষ নুরুল আলম জনি,আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক এরাজ আহম্মেদ, অন্যতম সদস্য এমকে রহমান লিটন প্রমূখ।অনুষ্ঠানটি কারিগরি সহযোগিতা করেন সুইডেন আ’লীগ নেতা ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী।

আহমেদ আবদুল্লাহ আল আমিন /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »