পর্তুগাল আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন

অন লাইন ডেস্ক থেকে,নাসরিন নাহিদঃ  পর্তুগাল আওয়ামী লীগ গতকাল ২৮ মার্চ রবিবার বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক ভার্চুয়াল সভার আয়োজন করে । অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন,জহিরুল আলম জসিম এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন শওকত ওসমান এবং দেলোয়ার হোসেন। কারিগরি সহায়তায় ছিলেন খোকন শরিফ,ইঞ্জিনিয়র হেদায়তুল ইসলাম শেলী, ইঞ্জিনিয়র হবিবুর রহমান এবং সাংবাদিক কমরেড খন্দকার।

অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের  সভাপতি, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন,লেখক,সাংবাদিক, মানবাধিকার কর্মী এম নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল্লাহ এবং মাহবুবুল আলম মাহবুব।

সভার শুরুতে দোয়া মাহফিল এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অন্তরের অন্তস্তলের আবেগে দোয়া মাহফিল পরিচালনা করেন মেহেদী হাসান।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন ইউরোপের এবং বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম সহ সকল দেশের সকল নেতা কর্মীবৃন্দ।

অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মিসেস নাসরিন নাহিদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান এবং পর্তুগাল আওয়ামী লীগের সকল নেতা কর্মী যাঁরা মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করছেন তাদের সকলের প্রতি।

তিনি আরও বলেন,আজকে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ছিল সকলের বক্তব্যের প্রতিপাদ্য বিষয়। বঙ্গবন্ধুর শুভ জন্মদিন উপলক্ষে সকলের বক্তব্য শুনতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সকলের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোনার বাংলা এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ্।

জ্ঞানগর্ভ, তথ্যবহুল,দিক নির্দেশনা মুলক এবং বাংলাদেশের রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্বস্থাপনের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন সকল নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশটিকে পৃথিবীর শীর্ষস্থানে নিয়ে যাবার লক্ষ্যে অত্যন্ত অনুকরণ যোগ্য বক্তব্য প্রদান করেন,সকলেই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসাবে পথ চলছেন।

অ ডে /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »