সাভার প্রতিনিধি : প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনায় এনে সরকার গঠন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। যার কাজ হলো প্রবাসীদের কল্যাণে কাজ করা। প্রবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক পরিচালিত হয়।এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের বিভিন্ন জেলায় ৮০টি শাখা চালু করা হয়েছে। আর ৮০ তম শাখাটি হল সাভার শাখা।
গত ১১ ই মার্চ প্রবাসী কল্যাণ ব্যাংকের সাভার শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। ওই দিন থেকেই এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রবাসীকল্যাণ ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মুক্তারা রহমান বলেন প্রবাসীদের সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।সাভারের স্থায়ী বসবাসকারী প্রবাসী ও তাদের পরিবার আমাদের শাখার মাধ্যমে তাদের ঋণের জন্য আবেদন করতে পারবেন। আমাদের শাখায়অভিবাসন ঋণ( বিদেশগামী কর্মীদের ৯% সরল সুদে ঋণ দিচ্ছি) পূনর্বাসন ঋণ (বিদেশ ফেরত কর্মীকে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে ১১% সরল সুদে)
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ (প্রবাসী কর্মীর পরিবারকে বঙ্গবন্ধু অভিবাসন বৃহৎ পরিবার ঋণ প্রদান করছে ৯% সরল সুদে) বিশেষ পুনর্বাসন ঋণ (করোনার কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীকে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদান করছে মাত্র ৪% সরল সুদে)
আমরা আমাদের সাভার শাখার মাধ্যমে এখন পর্যন্ত ২০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করতে পেরেছি। এই মার্চ মাসে আমাদের আরো ঋণের জন্য আবেদন পরবে বলে আশা করি।
যেকোনো প্রবাসী কিংবা তার পরিবার ঋণের জন্য আবেদন করলে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে অভিবাসন ঋণের ক্ষেত্রে (০৩)তিন কার্যদিবসের মধ্যে ঋণের চেক হস্তান্তর করা হচ্ছে।অন্যান্য ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ঋণ প্রদান করা হচ্ছে।
মুক্তারা রহমান বলেন,আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলনীতি হলো প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি।
সাভার শাখার ব্যবস্থাপক আরো বলেন প্রবাসীদের যেকোনো ঋণের জন্য আমাদের শাখায় আসুন আমরা আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ।
মোঃ জীবন হাওলাদার/ইবি টাইমস