চরফ্যাশনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসনে ব্রিটিশ সরকারের এফসিডিও এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)সহ অন্যান্য সহযোগী সংস্থার সহযোগীতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল সমাজ, এনজিও ও সংবাদকর্মী প্রতিনিধিদের সাথে নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির, ডাঃ মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পিএইচডি-ইএইচডি এর বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান, স্বাস্থ্য সমন্বয়কারী জাকির হোসেন, ডিআরআরএ এর সুখেন সরকারসহ সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির। অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন করেন বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরএইচস্টেপ-ইএইচডি এর এ.কে.এম জাহিদুল ইসলাম।

বক্তারা চরফ্যাসন উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সমূহে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোসহ বিভিন্ন দাবী জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন পিএইচডি কে ধন্যবাদ জানিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করছে তার জন্য ধন্যবাদ জানান।

এখানে যে সকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত আছেন প্রত্যেকেই সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করেছেন” উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগে ৩টি জেলার মোট ৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »