অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যের লকডাউন সফল করার অনুরোধ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ইস্টারের সময় ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড রাজ্যের লকডাউন সফল করার জন্য এই অঞ্চলের মানুষের প্রতি বিশেষ অনুরোধ করেছেন।

তাছাড়াও গতকাল অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ পত্রে ভিয়েনার ডোনাও খালের পাড় এবং বিভিন্ন পার্কে শত শত মানুষের উপস্থিতির সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি গতকালও এক স্ট্যাটাসের মাধ্যমে জনগণকে ১ লা এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত লকডাউনের অপেক্ষা না করে এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আজ রবিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় জানিয়েছেন যে,লকডাউনের সময় শুধুমাত্র একজন মানুষ আরেক জনের সাথে মিলিত বা সাক্ষাৎ করতে পারবেন। তিনি আরও জানান,আগামীকাল সোমবার লকডাউনের বিস্তারিত জানানো হবে।

গত বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবারের সাথে বর্তমানে করোনায় বিধ্বস্ত পূর্ব অস্ট্রিয়ার ৩ টি রাজ্যের গভর্নরদের বৈঠকের পর ইস্টারের ছুটির সময় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত একমত হন।

স্বাস্থ্যমন্ত্রী জানান,আগামী সপ্তাহে জাতীয় সংসদে ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে এই লকডাউনের বৈধতা দেয়ার জন্য প্রস্তাব উপস্থাপন করা হবে। তাছাড়াও এই সমস্ত রাজ্য সমূহে ঘর থেকে বের হওয়ার প্রস্তান নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ অর্থাৎ ১৩ ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করারও প্রস্তাব করা হয়েছে। অবশ্য বর্তমানে সমগ্র দেশেই রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ বা প্রস্তান নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী করোনার বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার বিশেষ অনুরোধ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,সংক্রমণের এই বিস্তার অব্যাহত থাকলে আর কয়েকদিনের মধ্যেই ভিয়েনার আইসিইউ পূর্ণ হয়ে যাবে। কাজেই আমাদের এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষত ভিয়েনায়,”সামাজিক যোগাযোগ যতটা সম্ভব ব্যাপকভাবে হ্রাস করতে হবে।”

আগামী ১ লা এপ্রিল ৬ ই এপ্রিল পর্যন্ত  ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া (NÖ) এবং বুর্গেনল্যান্ড রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লক ডাউনের সময় এই ৩ রাজ্যে ২৪ ঘন্টার কারফিউ বা প্রস্তান নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে ৪ টি বিশেষ কারণ ব্যতীত কেহ বাড়ির বাহির বের হলে জরিমানার সম্মুখীন হতে পারেন। যে চারটি কারনে ঘর থেকে বের হওয়ার অনুমতি রয়েছে তা হ’ল, পেশাদারী কাজের জন্য,অন্যকে সাহায্য করার জন্য,নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য এবং মুক্ত বাতাসের জন্য স্বল্প পরিসরে ঘর থেকে বের হওয়া যাবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,৬৭৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৮০৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫২৬ জন,OÖ রাজ্যে ৪২০ জন,Steiermark রাজ্যে ২৮৬ জন,Tirol রাজ্যে ২৩৭ জন,Kärnten রাজ্যে ১৫১ জন,Burgenland রাজ্যে ১১০ জন,Salzburg রাজ্যে ৮৭ জন এবং Vorarlberg রাজ্যে ৫৫ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৬,৪৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,২৫৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯১,৬১৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৫৯০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫১৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৫১ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »