চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল ০৬:০০ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
১৯৭১ সালে বাঙালীর উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পাক হানাদার বাহিনীর সাজোঁয়া ৩৭টি ট্যাংকের বিরুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে চলে স্বাধীনতা যুদ্ধের “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালী পুলিশ বাহিনী, যাকে স্বাধীনতা যুদ্ধের “প্রথম সশস্ত্র প্রতিরোধ” হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে।
উক্ত পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাকিব হাসান /ইবি টাইমস