হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃতি সন্তান দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক, ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক,কবি জাকারিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বৃহস্পতিবার রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা সাংবাদিক পাবেল খান চৌধুরী জানান, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হবিগঞ্জ নিয়ে আসা হবে। পরে জানাজা শেষে বানিয়াচং উপজেলার সৎমুখা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩৩ সালের ১৮ নভেম্বর জাকারিয়া চৌধুরী ভারতের আসাম প্রদেশের শিবসাগরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু মেঘালয়ের রাজধানী শিলং ও করিমগঞ্জে, তারপর সিলেটে। করিমগঞ্জের স্কুলে অধ্যায়নকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ১৯৫৫ সালে অর্থনীতিতে সম্মান ডিগ্রী অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মিছিল করতে গিয়ে কারারুদ্ধ হন তিনি। এরপর ১৯৫৭ সালে লন্ডনে লিঙ্কনস্ ইন এ ‘বার-এট-ল’ পড়ার জন্য ভর্তি হন। ছাত্রাবস্থায় লন্ডনে ১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং পরবর্তীতে ১৯৬০ সালে সংগ্রামের মাধ্যমে পূর্ব বাংলা স্বাধীন করার পরিকল্পনায় ‘পূর্বসূরী’ নামে গোপন রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৯৬৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লন্ডনে এক সংক্ষিপ্ত সফরে গেলে জাকারিয়া চৌধুরী তাদের রাজনৈতিক লক্ষ্য স্বাধীনতার কথাটা বঙ্গবন্ধুর কাছে উত্থাপন করেন। বঙ্গবন্ধু তার সঙ্গে এক মত পোষণ করেন। সেই অবধি বঙ্গবন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকে।
১৯৬৮ সালে ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ প্রতিবাদে লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশন জবরদখলের নেতৃত্ব দেন। ১৯৭০ সালে দেশে ফিরে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পুনরায় লন্ডন যান এবং মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন।
এদিকে ভাষা সৈনিক এবং দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক ও ION টিভির ইউরোপের বিশেষ প্রতিনিধি বকুল খান, উপদেষ্টা ও অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান, জার্মান-বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার এবং ION টিভির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল এবং গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বিডি নিউজ ইইউ এর সম্পাদক এবং প্রকাশক জহিরুল ইসলাম ।
সবাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস