ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ৩১ ইউনিয়ন ও ঝালকাঠি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থিতের মধ্যে প্রতীক বন্টন করা হয়েছে।
পৌরসভায় ৩ জন মেয়র প্রাথর্ী, ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৩ জন সাধারন কাউন্সিলর সহ ৫২ জনকে প্রতীক দেয়া হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নের নির্বাচনের প্রার্থীদের সংস্লিষ্ট ১৬ রিটানিং অফিসারগন প্রতীক বন্টন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার পর এদের প্রতীক বন্টন করা হয়। জেলার ৩১টি ইউনিয়নের নির্বাচনে ১০২ জন চেয়ারম্যান প্রার্থী ৩০৮ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ১০২১জন সাধারন সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ খান, নলছিটি উপজেলায় নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম এবং রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ এই ৩ চেয়ারম্যান পদে একক প্রার্থী হয়েছেন।
এছাড়া ঝালকাঠি পৌরসভার ২নং ৪ও ৫নং ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে হাফিজ আল মাহামুদ, তরুন কর্মকার ও কামাল শরীফ একক প্রাথী হয়েছেন।
বাধন রায় /ইবি টাইমস