চরফ্যাসন(ভোলা) : আজ ২৫ মার্চ চরফ্যাসনের ৫ টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় জিন্নাগড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হোসেন মিয়া, জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ ৫ টি ইউনিয়নের ২০৮ জন সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে ৪৫ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৬৩ জন সধারন সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। একই প্রতীক কয়েকজন প্রার্থী চাওয়ায় প্রার্থীদের উপস্থিতিতে লটারী মাধ্যমে মার্কা নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে যে যার লটারীতে ভাগ্য নির্ধারণ করা হয়।
আগামী ১১ এপ্রিল ভোট গ্রহন হবে শুধু সংরক্ষিত ৪৫ জন প্রার্থী এবং ১৬৩ জন সাধারন সদস্য পদে। চেয়ারম্যান পদে ৫ টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীগন আর কোন দল বা স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে না থাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার ৫ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু গেজেট আকারে প্রকাশের অপেক্ষা মাত্র।
জামাল মোল্লা/ইবি টাইমস