চুয়াডাঙ্গা প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যা দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে চুয়াডাঙ্গা জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক ডা.এ কে এম সাইফুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক( খোকন), আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার মোহাঃ শহিদুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সহ জেলা কর্মকর্তাগন ও সাংবাদিক বৃন্দ।
সাকিব হাসান /ইবি টাইমস