লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মোঃ নোমান (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুলচরা গ্রামে এ ঘটনা ঘটে। নোমান ওই গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দুপুরে নোমান তাদের ঘরে কাজ করছিলেন। সেখানে লোহার একটি দরজার সাথে বিদ্যুতের ত্রুটিপূর্ণ তার লেগে থাকায় নোমান বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালমোহন থানায় জিডিমূলে নোমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সালাম সেন্টু/ ইবি টাইমস