ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে ৪দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।
বুধবার (২৪মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে ২৫ মার্চ সকালে শিশুদের চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগীতা , আলোচনা সভা, সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, ২৬ মার্চ ভোরে তোপধ্বনি সহ শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা, বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগীতা। পরে ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস