চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৮ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা(২৭), নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে ২৪ মার্চ বুধবার রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই মোঃ জাকির হোসেন, এ এস আই মোঃ আনোয়ারুল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে দর্শনা থানাধীন অংকুর আদর্শ বিদ্যালয় এর গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামিকে আটক করে এবং আটককৃত আসামির নিকট থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত আসামি হলোঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চর সরকারপাড়ার -মোঃ আব্দুল বেপারীর ছেলে মোঃ সোহেল রানা(২৭) ।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।
সাকিব হাসান /ইবি টাইমস