চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ আয়োজন।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু রাশেদ, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ শরিয়তউল্লাহ, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ মোয়াজ্জেম হোসেন গাজী উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।
সাকিব হাসান /ইবি টাইমস