হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছে।জানা যায় মঙ্গলবার(২৩ মার্চ) সকাল ১১ টায় ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামকস্থানে নতুনব্রীজগামী পল্লীবিদ্যুতের খুটিবাহী ট্রাক্টরে পিছন দিক থেকে একইগামী বালুবাহী ড্রাম ট্রাক ধাক্বা মারে।এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশংকাজনক অবস্তায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ট্রাক্টরের চালক নুর ইসলাম মারা যায়।সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।দূর্ঘটনার পরে মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »