লালমোহনে সাংবাদিকদের সাথে এমপি শাওন এর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

২৩ মার্চ রাত ৮টায় লালমোহন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে, প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জসিম জনির সঞ্চালনায় মতবিনিময় সভায় এমপি শাওন বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। প্রকৃত সাংবাদিকগণের কারনে তৃনমূল পর্যায়ের অন্যায় ও অপরাধচিত্র ফুটে উঠে। তিনি সকলকে হলুদ সাংবাদিকতা থেকে দুরে থাকার পরামর্শ দেন।

তিনি আরও বলেন,কালোকে কালো বলা এবং সাদাকে সাদা বলার সাহসিকতা সকল সাংবাদিকদের থাকতে হবে।বর্তমান সরকারের আমলে সাংবাদিকগণ সবচেয়ে বেশি  নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।শুধু অপরাধ নয় সকল উন্নয়নের সংবাদগুলো গুরুত্বসহকারে মিডিয়ায় প্রকাশ করার জন্য পরামর্শ প্রদান করেন এমপি শাওন।

এ সময় লালমোহন প্রেসক্লাবের সকল সদস্যসহ লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নি প্র /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »