
ভিয়েনায় আসছে করোনার কঠোর বিধিনিষেধ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন,আজ মঙ্গলবার ২৩ শে মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) এক সাংবাদিক সম্মেলনে জানান, অতি শীঘ্রই ভিয়েনায় করোনার আরও কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। মেয়র মিখাইল লুডভিগ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবারের সাথে করোনার উপদ্রুত দেশের পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যের গভর্নরদের সাথে এক…