বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করলো সুইডেন যুবলীগ

সুইডেন প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল ২১ মার্চ রবিবার বাংলাদেশ  আওয়ামী যুবলীগ  কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি   এইচ এম জাহাঙ্গীর কবীর, প্রধান বক্তা হিসাবে উপস্হিত বীর মুক্তিযাদ্ধা কামাল দেওয়ান, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি   বজলুল রশিদ ভুলু ও সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে । পবিত্র কোরান থেকে তেলাওয়া করেন,সুইডেন আওয়ামী লীগের কোষাধক্ষ্য বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলম এবং দোয়া মাহফিল  পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী হায়দার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ১৫ই আগষ্ট এর কালো রাতে নিহত সকল শহীদ সহ সকল শহীদদের জন্য ১ মিনিট নিরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন সুইডেন যুবলীগের অত্যান্ত পরিশ্রমী ও সাংগঠনিক নেতা যথাক্রমে মুর্তজা হক নিপু ও শাহারিয়ার রিয়াদ। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন সুইডেন সুইডেন আওয়ামী যুবলীগ নেতা মিজানুর রহমান।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে সুইডেন আওয়ামী যুবলীগের ব্যাপক সংখ্যক নেতৃবৃন্দ উপস্হিত  ছিলেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মুর্তজা হক, শাহারিয়ার রিয়াদ, আহমেদ ইকবাল উদ্দিন, সহীদ উল্লাহ, রহিম শেখ, আরিফুজ্জামান রিয়াদ, শেখ আলম লাবু, সাইফুল আলম সেতু প্রমুখ ।

ইউরোপ সহ বহি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ,যুবলীগ, বঙ্গঁবন্ধু ফাউন্ডেশন সহ মুজীব আদর্শের সৈনিকেরা ভার্চুয়াল আলোচনায় সভায় অংশগ্রহন করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে  অংশগ্রহন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুইডেন আওয়ামী যুবলীগের পক্ষে মিজানুর রহমান।

সু প্র/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »