নিউজ ডেস্কঃ দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ না ফেরার দেশে চলে গেলেন। সোমবার ভোরে বাসায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন আতিকউল্লাহ খান মাসুদ। দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকউল্লাহ খানকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর ।
উল্লেখ্য আতিকউল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ।তিনি ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ।
এদিকে আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক ও ION টিভির ইউরোপের বিশেষ প্রতিনিধি বকুল খান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান, জার্মান-বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার এবং ION টিভির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল এবং গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বিডি নিউজ ইইউ এর সম্পাদক এবং প্রকাশক জহিরুল ইসলাম ।
সবাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
নি ডে /ইবি টাইমস