চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জাফরপুরে নয় বছরের শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে চুয়াডাঙ্গার সদরের জাফরপুর ঈদগাহ পাড়ার আনারুল হোসনের ছেলে মাহিন আজ সোমবার বিকালে নিজ বাড়িতে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তক্ষুনিক ঘটনা স্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিদুজ্জামান তাকে মৃত ঘোষণা করে।
কিন্তু কি কারণে নয় বছরের শিশুর আত্মহত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিব হাসান/ ইবি টাইমস