চরফ্যাসন ( ভোলা) : প্রথম ধাপে চরফ্যাসনের ৫ টি ইউনিয়নের নির্বাচন আগামী১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাড়া আর কোন দল বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ করেন নি। বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। সে কারনে ৫ ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬০ জন সাধারন ও সংরক্ষিত সদস্য পদের বিপরীতে ২২৫ জন প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে অংশ গ্রহন করছেন। আগামী ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে।
ইতিপূর্বে ৫টি ইউনিয়নে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৫ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। কিন্তু দলটি একযোগে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বা ঘোষনার আর কোন বাধা রইলো না।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, আগামী ২৫ মার্চ এই ৫ জন চেয়ারম্যান প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হবে। ভোটের আগেই বিজয় নিশ্চিত।
অপরদিকে ৫ টি ইউনিয়নের সাধারন ও সংরক্ষিত সদস্য পদ প্রার্থীরা নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের নিজ নিজ ওয়ার্ডে ভোটারদের বাড়ী ঘরে ভোট প্রার্থনায় মেতে উঠেছেন।
এদিকে মাদ্রাজ ইউনিয়নের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম রুহুল আমিন ঐ এলাকার মানুষের সুখে দুঃখে ৩ বছর যাবত পাশে থাকার কারনে মিয়াজানপুর এলাকায় রফিকুল ইসলাম রুহুল আমিনের পক্ষে গ্রামের মহিলা পুরুষ এক হয়ে কাজ করছেন, অবশ্য কয়েকজন ভোটার বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে রুহুল আমিন বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হবেন।
এখন অপেক্ষা ৫ চেয়ারম্যান প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্ধিতা নির্বাচিত ঘোষনা করা। ভোটের মাঠে রয়েছেন মেম্বার প্রার্থীরা।
জামাল মোল্লা/ইবি টাইমস