ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দুপল্লীতে সন্ত্রাসী হামলা সহ সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ।
রবিবার (২১ মার্চ) দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি শুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এড. রাজ শেখর দাস,সাধারণ সম্পাদক গোপাল বসু, যুগ্ম সম্পাদক এড. দিলীপ কুমার মাঝী, অসিত মজুমদার, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, কাউন্সিলর সহিদুল ইসলাম সিকদার,শিব নারায়ন দত্ত, অধির রঞ্জন পাল, জয়দেব চক্রবর্তী, শুভ্রজিত সিকদার, পলাশ কুমার মিস্ত্রি প্রমুখ।
বক্তারা বলেন, দেশ যখন আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করতে যাচ্ছে তখন সেই সময় মৌলবাদী সন্তাসীরা দেশকে এটি অস্থিতিশীল অবস্থা সৃস্টি করতে উঠে পরে লেগেছে। বক্তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভাবে এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের
আওতায় আনার দাবী জানান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস