ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় নিশা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
রোববার (২১ মার্চ) উপজেলার ইকড়ি গ্রামের নিজ বসত ঘর হতে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিশা ইকড়ি গ্রামের সৌদি প্রবাসী সোলায়মান হাওলাদার এর মেয়ে। মেয়েটি ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে আসছিলো। মায়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় মেয়েটির মৃত্যুর কারন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় মেয়েটির মা নিপু আক্তারকে আটক করেছেন।
থানা সূত্রে জানা গেছে, মেয়েটির নিজ বসত ঘরের সামনের বারান্দায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত আবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে মেয়েটির মা আত্মগোপন করলে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়।পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে।পরে মা নিপু আক্তারকে আটক করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, স্বামী বিদেশে থাকার সুযোগে প্রবাসী সোলায়মানের স্ত্রী নিপু আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।নিশা মায়ের এ অপকর্ম দেখে ফেলায় তাকে হত্যা করে মরদেহটি ঝুলিয়ে রাখা হতে পারে বলে এলাকায় গুঞ্জন ওঠে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির মা নিপুআক্তার আটক করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ ইবি টাইমস