ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর : পিরোজপুরে একটি বাগান থেকে চাষ করা ১৪৭ টি গাঁজা গাছসহ মো. আরিফ শেখ (৩০) নামের এক মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের রহমান মুন্সির বাড়ির বাগান থেকে মাদক ব্যবসায়ী আরিফ কে ওই গাঁজা গাছ সহ গ্রেপ্তার করা হয়। সহ এ গাঁজা গাছ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম ওই গাঁজা গাছ উদ্ধারের তথ্য নিম্চিত করে জানান, এ সময় আটককৃত ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা
আরো ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবাসীয় আরিফ শেখ পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের জলিল শেখের পুত্র।
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম জানান, ওই দিন দুপুরে গোপান সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফ কে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের এক
পর্যায়ে আরিফ গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য মতে স্থাণীয় উত্তর রানীপুর এলাকার রহমান মুন্সির বাড়ির বাগানে অভিযান চালিয়ে তার চাষ করা ১৪৭ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
এসআই দোলোয়ার হোসাইন জসীম আরো জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে গাঁজা ব্যবসা ও গাঁজাগাছ চাষের অপরাধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রক্রীয়া চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস