অস্ট্রিয়ায় পুনরায় কঠোর লকডাউন হচ্ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় করোনার সংক্রমণের বিস্তার অব্যাহত রয়েছে। আজ রবিবারেও সংক্রমণ সনাক্ত ৩,০০০ হাজারের কাছাকাছি। অস্ট্রিয়ার মত একটি সুশৃন্খল দেশে সপ্তাহান্তে সংক্রমণ তিন হাজারের ঘরে,তা খুবই উদ্বেগজনক বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকারের জনৈক মুখপাত্র।

তিনি আরও জানান,আগামীকাল সরকারের সাথে দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, রাজ্য গভর্নর এবং বিরোধীদলের বৈঠকে চলমান লকডাউনে যে সকল বিধিনিষেধ শিথিল করা হয়েছিল,এখন সেটা পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হতে পারে।

অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল Heute তাদের রবিবার বিকেলের প্রকাশনায় সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে,সোমবার সরকারের সাথে বিশেষজ্ঞ,গভর্নর ও বিরোধীদলের বৈঠকে বর্তমান চলমান লকডাউনটি আরও কঠোর করার সিদ্ধান্ত গ্রহণ করার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে।

সরকার প্রধান ফেডারাল চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ আগামীকাল সোমবার বিকালে বৈঠকের পর বিকাল ৫ টায় এক সাংবাদিক সম্মেলনে চলমান লকডাউনটিকে আবারও পুনরায় কঠোর করার সিদ্ধান্ত জানাবেন বলে সূত্র ঈঙ্গিত দিয়েছে। পত্রিকাটি আরও জানিয়েছেন আগামী ২৭  মার্চ থেকে গার্ডেন রেস্টুরেন্ট সহ যে সমস্ত অন্যান্য উন্মুক্ত ইভেন্ট খোলার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন সরকারী সূত্রটি।

গতকাল শনিবার অস্ট্রিয়ার Vorarlberg রাজ্যের পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বার্তায় পার্টি প্রধান সেবাস্তিয়ান কুর্জ বলেন,”লক্ষ্য সর্বদাই এক হতে হবে: যথাসম্ভব স্বাধীনতা এবং যতটা প্রয়োজন সীমাবদ্ধতা মেনে চলতে হবে।”

তিনি আরও জানান,আমরা পুনরায় সঙ্কটের সম্মুখীন। সোমবারের করোনার শীর্ষ সম্মেলন অস্ট্রিয়ানদের স্বাধীনতা পুনরায় কিছুটা সন্কুচিত করা হতে পারে বলে তিনি ঈঙ্গিত দিয়েছেন।

সেবাস্তিয়ান কুর্জ আরও বলেন,বর্তমানে আমাদের কয়েকটি অঞ্চলে করোনার পরিস্থিতি খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। হাসপাতাল ও  আইসিইউর উপর পুনরায় প্রচন্ড চাপ বাড়ছে। এমতাবস্থায় আমাদের বর্তমান চলমান লকডাউনটি পুনরায় কঠোর করার ব্যতীত আর কোন বিকল্প নাই। তিনি করোনার হটস্পট অঞ্চলগুলিতে হোম অফিস এবং প্রস্থান পরীক্ষার উপর আরও বেশী জোর দেওয়া হবে বলে জানিয়েছেন।

এদিকে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার আগামীকাল সোমবার ফেডারেল সরকারের চ্যান্সেলরীতে সরকারের নীতিনির্ধারকদের দেশের অংশীদারদের বৈঠকের একদিন পূর্বে রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে করোনায় যে সমস্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল সেগুলো পুনরায় কঠোর করার কথা জানিয়েছেন। তাছাড়াও তিনি উপদ্রুত বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্ত লকডাউন করার কথা জানিয়েছেন।

তিনি বলেন,এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দিনের পর দিন পুনরায় অস্থির হয়ে উঠছে। তিনি সতর্ক করে বলেন,এখনই পুনরায় যথাযথ কঠোর পদক্ষেপ না নিলে এপ্রিলের মাঝামাঝি সময়ে অস্ট্রিয়ার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। স্বাস্থ্যমন্ত্রী বর্তমান চলমান লকডাউন পুনরায় কঠোর করে পুনরায় ৮ ই ফেব্রুয়ারীর পূর্বের অবস্থায় নিয়ে যেতে হতে পারে বলে ঈঙ্গিত দিয়েছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২,৭১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন। গত এক সপ্তাহে অস্ট্রিয়ায় গড় সংক্রমণ ২,৯৪১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৬৫৫ জন। রাজধানী ভিয়েনা রাজ্যে প্রতি ১,০০,০০০ লাখ জনপদে করোনায় আক্রান্ত ২৮৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে আজ Niederösterreich রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৫৫ জন,OÖ রাজ্যে ৪৮৬ জন,Steiermark রাজ্যে ২৮১ জন,Salzburg রাজ্যে ১৯৯ জন,Tirol রাজ্যে ১৯৪ জন,Kärnten রাজ্যে ১০৬ জন,Burgenland রাজ্যে ১০৪ জন এবং Vorarlberg রাজ্যে ৩৩ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,১৪,১৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,০৭৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৭৩,৩৫৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩১,৭২২ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৪১০ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১,৮৮৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »