ভোলা প্রতিনিধি: ভোলার ঘুইঙ্গারহাট এলাকার মাদক সম্রাট কবিরের মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় কৃষক শাহে আলমের ঘরে হামলা করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ওই কবিরের দৌড়াত্ব এতটাই যে, থানায় লিখিত অভিযোগ দেয়ার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে কবির থানার ভেতর প্রবেশ করে কৃষক শাহে আলমকে দেখিয়ে নেয়ার হুমকী দিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন মনছুর জানান, মাদক সম্রাট কবিরের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। শুধু ওই এলাকা নয়, জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও বিক্রির নেতৃত্ব দিচ্ছে ওই কবির । পুলিশের তালিকায় থাকলেও কবির বীর দর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার খুঁটির জোর কোথায় এ নিয়ে এলাকাবাসীদের প্রশ্ন রয়েছে।
কৃষক শাহে আলমের মেয়ে রেহানা বেগম জানান, গভীর রাতে কবির কয়েকজন লোক নিয়ে তাদের বাড়ি এসে , ঘর খুলে দিতে বলে। এলাকার দরিদ্র্য মানুষদের ঘরে জোর পূর্বক প্রবেশ করে মাদকের আসর বসায়। শাহে আলমের ঘরে প্রবেশ করতে না পারায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকার আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় আব্দুর রাজ্জাক আহত হন।
অপরদিকে শাহে আলম মিয়া জানান, ভোলা থানায় মামলা দায়েরের সময় কবির তার সন্ত্রাসীদের নিয়ে থানার ভেতর এসেও তাদের দেখিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়। ফলে মামলা করার পর তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন ।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, তারা ব্যবস্থা নিচ্ছেন। কবির অবশ্য দাবি করেন তিনি মাদ্রকের সঙ্গে জড়িত নন। কাউকে হুমকীও দেন নি।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস