জেলা প্রতিনিধি,পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ মাহামুদুর রহমান মুবিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সচেতন নাগরিক কমিটির ব্যানারে শনিবার (২০ মার্চ) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ ছাত্র মুবিন নিহত হওয়ার ঘটনায় বন বিভাগকে দায়ি করে বিচার দাবি করা হয়। সেই সাথে সড়কের পাশে বন বিভাগের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি জানানো হয়।
শেষে সচেতন নাগরিক কমিটির ব্যানের সৈয়দ রফিক ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন,কলেজ ছাত্র জুবায়ের আহম্মেদ, রিফাত, সুদেব, নাজমুল প্রমুখ। বক্তরা অবিলম্বে সড়ক ও জনপদ ও বন বিভাগের রাস্তার পাশে মরা ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি জানান।
উল্লেখ্য গত ৮ মার্চ ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের পূর্ব ভান্ডারিয়া নামক স্থানে একটি মালবাহীট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মরাগাছে ধাক্কা লাগে। এসময় ঝুঁকিপূর্ণ গাছটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা কলেজ ছাত্র মুবিনের ওপর আছড়ে পড়ে। এসময় গাছের নীচে চাপা পড়ে কলেজ ছাত্র মুবিন ঘটনাস্থলেই নিহত হন।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস