চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই মোঃ সাইফুল ইসলাম,এস আই খান আব্দুর রহমান,এ এস আই মোঃ মারুফ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে দর্শনা থানাধীন মদনা পাঠানপাড়া গ্রামস্ত জৈনক মোঃ ইছাহক ইশা এর বসত বাড়ির উঠান থেকে চার কেজি গাজা সহ তিন জন মাদক ব্যাবসায়িকে আটক করে ।
আটককৃত আসামিরা হলেন দামুড়হুদা উপজেলার পারষ্ণৃনপুর – মদনা পাঠানপাড়ার গ্রামের -মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ টগর আলী (১৯),মৃত রহমত উল্লাহর ছেলে মোঃ কিতাবুল (২৮), মৃত মান্দার মন্ডলর ছেলে মোঃ জাকির হোসেন (৪০) ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
সাকিব হাসান /ইবি টাইমস