ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নের নির্বাচন ১১ এপ্রিল। তফসিল অনুযায়ী ১৫০৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এদের মধ্যে যাচাই বাছাইয়ে ৪৯জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাতিল হওয়া মনোনয়নপত্র দাখিলকারিদের মধ্যে ৯জন চেয়ারম্যান পদে,১০জন সংরক্ষিত মহিলা সদস্য আসনে এবং ৩০জন সাধরণ ইউপি সদস্য পদের প্রার্থী রয়েছেন। একই দিন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দু’জনের এবং সাধারণ কাউন্সিলর পদে ৬ জনের মনোনয়নপত্র সহ ৮জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঝালকাঠি পৌরসভায় মেয়র সহ ১৩ টি পদে ৫৭জন মনোনয়নপত্র দাখিল করেছিল । ঋণখেলাপী,ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল ও আয়-ব্যয়ের হিসাবে অমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৩দিন আপিল করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাতিল করেছেন।
ঝালকাঠি পৌরসভার নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামকে এবং উপজেলা পর্যায়ের নির্বাচনে উপজেলা নিবার্চন অফিসার ও উপজেলা পযার্য়ের ১ম শ্রেনির অফিসার সহ ১২জনকে রিটার্নিং অফিসার করা হয়েছে।
উপজেলা পযার্য়ে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন,গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নে ১জন, শেখেরহাট ইউনিয়নে ১জন,নতুল্লাবাদ ইউনিয়নে ১জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। নলর্ছিটি উপজেলায় কুশঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের ১জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রাজাপুর উপজেলার সাতুরিয়াও শুক্তগড় ইউনিয়নের নির্বাচনে ১জন করে চেয়ারম্যান পদের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কাঠালিয়া উপজেলার আমুয়া ও শৌলজালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের ১জন করে ২জনের মনোনয়ন বাতিল হয়েছে।
ঝালকাঠি পৌরসভার ২২টি কেন্দ্রে ২০১৬০ জন পুরুষ ভোটার এবং ১৯৪৭৬ জন মহিলা ভোটার সহ ৩৯৬৩৬জন ভোটার রয়েছে।ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে ২৯১টি ভোট কেন্দ্রের আওতায় ৪৩৪০০৪ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ২২০৯৩৭ জন পুরুষ ভোটার ও ২১৩০৬৭ জন মহিলা ভোটার রয়েছে।
উপজেলা ভিত্তিক ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলার ৯টি ইউনিয়নে ৮২টি ভোট কেন্দ্রের আওতায় ৫৭৭৮০ জন পুরুষ ভোটার ও ৫৫২৫৭জন মহিলা ভোটারসহ ১১৩০৩৭ জন ভোটার রয়েছে। নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি ভোট কেন্দ্রের আওতায় ৬৩৮৬৮ জন পুরুষ ভোটার ও ৬১১০৩জন সহ ১২৪৯৭১জন ভোটার রয়েছে। রাজাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রের আওতায় ৫৫৪৯৮ জন পুরুষ ভোটার ও ৫৩৮২১জন মহিলা ভোটার সহ ১০৯৩১৯ জন ভোটার রয়েছে। কাঠালিয়া উপজেলায় ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের আওতায় ৪৩৭৯১ জন পুরুষ ও ৪২৮৮৬ জন মহিলা ভোটার সহ ৮৬৬৭৭জন ভোটার রয়েছে।
আগামী ১১ এপ্রিল ৩১টি ইউপি নির্বাচন সহ ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ঝালকাঠি পৌরসভার ও ৩১টি ইউনিনের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
বাধন রায় / টাইমস