চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি মিলনমেলা – ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় চার্চ অব বাংলাদেশ কার্পাসডাঙ্গা মিশন পল্লির মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে শনিবার (২০ মার্চ) সকালে নজরুল স্মৃতি সাহিত্য সংসদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি মিলনমেলা অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৯ টার সময় অনুষ্ঠান শুরু করেন।
প্রথম পর্বে কবির স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ শেষে রেলী বের করা হয়। নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের প্রতিষ্ঠাতা সভাপতি লাভলু হোসেনের সভাপতিত্বে কবি শিমুল ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচিত্র শিল্পী এবিএম সোহেল রশিদ।
এছাড়া দ্বিতীয় পর্ব বেলা ৩ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক সহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার শরীফ সাথী, ছড়াকার আহাদ আলী মোল্লা, মাহমুদুল হাসান, খলিলুর রহমান, রমজান আলী, জামিলুর রহমানসহ সাহিত্যক শিল্পী গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সাহিত্য সংসদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন।
সাকিব হাসান/ইবি টাইমস