
অস্ট্রিয়ায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় নার্সের মৃত্যু
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় ৪৯ বৎসর বয়সী নার্সের মৃত্যু অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই হয়েছে বলে তদন্তে জানা গেছে। উল্লেখ্য যে,অস্ট্রিয়ার NÖ রাজ্যের Zwettl জেলার একজন নার্স যিনি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণের পর রক্ত জমাট ব্যাধিজনিত অসুস্থ হয়ে ভিয়েনা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তার মৃত্যুর রহস্য উৎঘাটন করেছেন।বিশেষজ্ঞরা জানিয়েছেন যে,৪৯ বৎসর…