কাউখালীতে মাস্ক না ব্যবহার না করায় ২৬ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি,পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মাস্ক না ব্যবহার করায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৯ সার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা (অর্থদন্ড) করেন। এ সময় তিনি বিনামূল্যে শতাধীক মাস্কও বিতরন করেন।

জানা গেছে, ওই দিন উপজেলা সদর বাজারের দক্ষিন ও উত্তর বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাম্মাৎ খালেদা খাতুন রেখা। এ সময় পথচারীদের মুখে মাস্ক পাওয়া যায় নি। এ সময় ঐ ২৬ জনকে এক হাজার ৬৭০টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় এর সংক্রামন এড়াতে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই জন সচেতনতা বৃদ্ধি করতে এবং ঐ সব লোকজন সরকারি নির্দেশনা না মানায় এ অর্থদন্ড করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »