করোনাকালে সরকার উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রেখেছে-এম পি জ্যাকব

চরফ্যাসন(ভোলা) : যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনাকালে সরকার উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রেখেছে৷ অদৃশ্য এই মহামারি ভাইরাস থেকে মানুষকে বাচাঁতে জননেত্রী শেখ হাসিনা বহুমাত্রীক উদ্যোগ নিয়েছেন ৷ পাশাপাশি করোনার মধ্যেও সরকারের গৃহীত অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে ৷ স্বাধীনতার ৫০বছরে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে৷সবক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ৷

বৃহস্পতিবার ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি মুকরিতে প্রায় ৪৭কোটি টাকা ব্যয়ে স্লুইজগেট ও ইনলেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুস্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

এমপি জ্যাকব আরও বলেন,শেখ হাসিনার দূরদর্শিতা, অন্তর্দৃস্টির কারনে সমযোচিত পদক্ষেপে দেশের অর্থনীতির চাকা সচল রেখে বহির্বিশ্বে প্রশংসা অর্জন করেছেন৷ দ্রুত সময়ের মধ্যে বিশ্বে অর্থনৈতিক সূচকে ঘুরে দাড়িঁয়েছে দেশের অর্থনীতি৷ বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের সারিতে যাওয়ার অগ্রযাত্রা সমাদৃত ৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নব নির্বাচিত পৌর মেয়র মোঃ মোরশেদ।

জামাল মোল্লা/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »