হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন, চুনারুঘাটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব সত্যজিত রায় দাশ সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাদির লস্কর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, চুনারুঘাট পৌরসভা মেয়র জনাব সাইফুল ইসলাম, সকল বিভাগীয় প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজসহ সর্বস্থরের জনগণ।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস