লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধীদেরকে নিয়ে কেক কেটেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
আজ ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে আবুগঞ্জ বাজার এলাকায় “ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের” শিোক্ষার্থীদের কে নিয়ে কেক কাটেন তিনি।
এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এরপর লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ শোধ হওয়ার নয়। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পাকিস্তানীদের কারাগারে কাটিয়েছিলেন তিনি। দেশের মুক্তির তরে পাকিস্তানীদের সাথে কোন আপোষ করেননি। বঙ্গবন্ধু ত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতির জনকের জীবনাদর্শ জানবে।
তিনি আরও বলেন, আজ জাতির জনকের অবর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সালাম সেন্টু /ইবি টাইমস