বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ।

“যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”

“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে “শুভ জন্মদিন” সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা  পুলিশ সারাদিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে । ১৭ই মার্চের প্রথম প্রহরে রাত ১২:০১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে তাঁর আত্মার  মাগফিরাত কামনা সহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বাঙ্গালী জাতি চিরদিনই তাকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

সাকিব হাসান /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »