ভোলা প্রতিনিধি: ভোলার উপশহর বাংলা বাজারের জয়নগর ৪ নং ওয়ার্ডের খালপাড় এলাকায় আগুন লেগে ঘরসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ভোলা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও দৌলতখান ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফারার সার্ভিসের সহযোগী হিসেবে উপস্থিত ছিলো বাংলা বাজার ফাঁড়ি পুলিশ।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা ভোলা প্রতিদিনকে বলেন, বেলা ১২ টার দিকে বাংলা বাজারের মধ্যে জয়নগর ৪ নং ওয়ার্ডের কাজল মেম্বারের বাড়ির পূর্ব পাশে খাল পাড়ে বাবুল চন্দ্র দাস এর পাঠখড়ি তে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও বাংলাবাজার ফাঁড়ি পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ফাঁড়ি পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে ওই বাড়ির ১টি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস