চরফ্যাসনে মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি শেখ হাসিনা মানে উন্নয়ন -এমপি জ্যাকব

চরফ্যাসন, ভোলা: আজ ১৬ মার্চ চরফ্যাসনে সরকারী টিবি স্কুল মাঠে সকাল ১০ টায়  মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং এমপি জ্যাকবের উন্নয়নের এক যুগ পূর্তি উপলক্ষে সূধী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

চরফ্যাসনে গত ১২ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাসন লঞ্চ লাইন করে দেয়ার আশ্বাসে এই টিবি স্কুল মাঠের জনসভায় সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া লঞ্চ লাইন করে দিতে পারেননি। এখন আমি চরফ্যাসনে বেতুয়া থেকে নিয়মিত তিনটি লঞ্চের ব্যবস্থা করে চরফ্যাসনের মানুষের যাতায়ত ব্যবস্থা করেছি যা নিয়মিত ঢাকা টু চরফ্যাসন যাতাযাত করছে।

চরফ্যাসনে নতুন ৭ টি ইউনিয়ন পরিষদ, চরফ্যাসন কলেজ ও টিবি স্কুল, মনপুরা কলেজ ও মনপুরা হাই স্কুল কে সরকারী করন করেছি। নদী ভাঙ্গন রোধে কয়েক কোটি টাকার ব্লক ফেলে নদী ভাঙ্ন রোধ করে মানুষের বহুদিনের আশা পুরন করেছি। ৪ টি সাব রেজিস্টার ভবন নির্মান, পানিউন্নয়ন বোর্ড – ডিভিশন -২ ভোলা থেকে চরফ্যাসন স্থানান্তরিত করেছি। নতুন ৩ টি থানা সহ ভবন নির্মান,হাজার হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি ,স্কুল,কলেজ মাদ্রাসার অত্যাধুনিক ভবন নির্মান করে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছি।এই রকম দূশ্যমান হাজার ও উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন সাবেক এই উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

জ্যাকব টাওয়ার, ১০০ শয্যা হাসপাতাল ও ফ্যাসন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক করার কথা উল্লেখ করে জ্যাকব এমপি বলেন,বিএনপি লুটপাট আর মানুষের পুকুরের মাছ, বাগানের গাছ, ক্ষেতের ফসল ও অন্যের জমি লুট করা ছাড়া আর তেমন কোন উল্লেখ যোগ্য উন্নয়ন করতে পারেনি। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর চরফ্যাসনে ব্যাপক উন্নয়ন করেছি।

আজকের সমাবেশে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি প্রমান করে চরফ্যাসনের মাটি বঙ্গবন্ধুর ঘাটি, চরফ্যাসনের মাটি শেখ হাসিনার ঘাটি, জ্যাকব ভাইয়ের ঘাটি। শেখ হাসিনা মানে উন্নয়ন আর উন্নয়ন।

আওয়ামী লীগ আয়োজিত সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই- এলাহি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ ।

সমাবেশের পর চলচিত্রের গুনী শিল্পী ফেরদাউস, পূর্নিমা, মাহিয়া মাহি সহ ডজন খানেক শিল্পী সভাস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এ সময় সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা জেলা প্রশাসক তৌফিক ই এলাহী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ হাজার হাজার দর্শক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জামাল মোল্লা /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »