কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন কেন্দ্রীয় কল্যাণ সমিতি

ঢাকাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম প্রহরে কেক কেটেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন কেন্দ্রীয় কল্যাণ সমিতি। রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প বাস স্ট্যান্ড সংলগ্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ভবনের কমিউনিটি সেন্টারে (১৭ মার্চ) রাত ১২ টা ০১ মিনিটে কেক কাটা হয়।

এ সময় কল্যাণ সমিতির নেতারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন সাহসী নেতা। তিনি কারো কাছে মাথা নত করেননি। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর কর্মজীবন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথা বলেন বক্তারা।

কেক কাটার সময়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

সালেহ আকরাম/ইবি টাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »