হবিগঞ্জ প্রতিনিধি: “মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে শায়েস্তাগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে ।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার। সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সাপ্তাহিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আব্দুল বাছির।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস