ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রবীন জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় পরিপোষক ভাতা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মো. মশিয়ার রহমান প্রধান অতিথি ছিলেন ও বোরহানউদ্দিন পৌরসভা মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীনদের হাতে ভাতা ও উপকরণ তুলে দেন।
পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা গঙ্গাপুর প্রবীন কেন্দ্র ঘরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রবীন কমিটির সভাপতি মৌলভি ফখরুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মো. মশিয়ার রহমান, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, পিকেএসএফ এর উপ-ব্যাবস্থাপক ফজলে হোসাইন ফরহাদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
এ সময় ৯১ জন প্রবীনদের মাঝে মাথাপিছু ১ হাজার ৫০০ টাকা পরিপোষক ভাতা ও একটি করে ছাতা বিতরণ করা হয়।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস