জেলা প্রতিনিধি,পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকাপ ভ্যানের চাপায় আবু জাফর তালুকদার (৪৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
নিহত মোটর সাইকেল চালক জাফর তালুকদার জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদচ্ছের আলী তালুকদারের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ মার্চ) দুপুরে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানান, ওই দিন দুপুরে উপজেলার মঠবাড়ীয়া -ভান্ডারিয়া সড়কের ইকড়ি বোর্ড স্কুল সংলগ্ন স্থানে মাছ বহনকারী একটি পিকাপ ভ্যান একটিভাড়ায় চালিত মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দিলে ঘটনাস্থলেইপ্রাণহারায় মোটর সাইকেল চালক আবু জাফর তালুকদার । পরে স্থাণীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
তারা আরো জানান, মোটর সাইকেল চালক জাফর তালুকদার তার ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে প্রতিদিনের ন্যায় দুধ নিয়ে মঠবাড়ীয়া থেকে ভান্ডারিয়া যাওয়ার কালে এ দূর্ঘটনার শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলী আজিম জানান, জাফর তালুকদারকে মৃত্যু অবস্থায় হাসপাতলে নিয়ে আসা হয়েছিলো।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের লাশউদ্ধার করা হয়েছে। ঘাতক পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস