হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন শিমুলতলা গ্রামে শাহ-আলম (১৫) নামে এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সে শিমুলতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনাটি ঘটেছে (১৪ মার্চ) রবিবার সন্ধ্যায় শিমুলতলা গ্রামে। এ ব্যাপারে আলাপ কালে ওই কিশোরের পিতা আব্দুর রহমান পাখি মিয়া জানান, সে বিকেলে নতুন ব্রীজ থেকে নালের পাড় দিয়ে সকলের অগোচরে বাড়ী যাওয়ার পথে হঠাৎ মৃগি রোগ উঠলে পানিতে পড়ে গিয়ে মারা যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন তার মৃত দেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে তার মৃত দেহ উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যায়। রবিবার রাতে তার জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। সে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস