হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা’র বিদায়ী সংবর্ধনা জানিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাতে থানা প্রাঙ্গণে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের সভাপতিত্বে ও এসআই কাউছার মাহমুদ তোরণের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম-বিপিএম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, পৌর প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম-বিপিএম বক্তব্যে বলেন, রবিউল ইসলাম হবিগঞ্জের তৃণমূল মানুষের মাঝে শান্তি ফেরাতে কঠোর শ্রম দিয়েছে। আমি তাকে নিয়ে কাজ করে বিরাট সফলতা পেয়েছি। আজ হবিগঞ্জে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। এতে তার বিরাট অবদান আছে।
বিদায়ী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা বলেন, হবিগঞ্জে প্রায় তিন বছর ধরে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করেছি। সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে শত শত জটিল সমস্যা সমাধান করেছি। অসহায় মানুষ সুবিচার পেয়েছে। তাতে মনে তৃপ্তি নিয়ে সফলতার সহিত বিদায় নিতে পারছি। হবিগঞ্জবাসীকে ভুলতে পারবো না।
সভায় বক্তারা বলেন, নিঃস্বার্থভাবে তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে গেছেন রবিউল ইসলাম। তাঁর দায়িত্বশীল পদক্ষেপে মানুষ সুবিচার পেয়েছে। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন এসআই মফিদুল ইসলাম। যেকোনো ঘটনা দ্রুত উদঘাটন হয়েছে। তিনি আমাদের হৃদয়ে থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপভোগ করেন শত শত তৃণমূল লোকেরা।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস